লাইক
মোহনা শেষ বারের মতো একবার মোবাইলের স্ক্রিনটা দেখে নিলো।
"ডু ইট লাভ। আমি তো আছি !"
মেসেজটা পড়ে তাড়াতাড়ি উত্তর দিলো মোহনা।
"শুধু তোমার জন্যই ....xoxo"
একটা পা ছাদের আলসের ওপর তুলেও, কি ভেবে ফিরে এলো ও। একবার রাতের কলকাতার দিকে তাকিয়ে দেখলো .... ৪০ তলার রুফটপ থেকে কি দারুন ... কি শব্দ ব্যবহার করবে ও ? মনোমহিনী লাগে।
হঠাৎ মনটা কেমন যেন খারাপ হয়ে গেলো মোহনার। এই শহর, এই পৃথিবী সব ছেড়ে চলে যাবে ! কিন্তু .... ফোনটার দিকে তাকিয়ে আবার দোটানাতে পরে গেলো মোহনা। ওকে দেওয়া কথাটা তো ফেলা যাবে না।
এতদূর এসে ভীতুর মতো ফিরে যাবে !
না, তা আর হয় না। তবু , দূরে কোনো একটা বাড়ির ছাদে মোবাইল টাওয়রের লাল আলো একটা দপদপ করে জ্বলছে আর নিভছে ...জ্বলছে আর নিভছে ... যেন ওর দৃষ্টি সবসময় মোহনাকে নিরীক্ষণ করছে অন্তহীন আকাশের ওপার থেকে।
আবার নোটিফিকেশন!
"কি হলো ?" সঙ্গে একটা ইমোজি ...স্টিল ওয়েটিং ....না আর দেরি করা যাবে না। যা হবে দেখা যাবে।
ফোনটা শক্ত করে হাতে চেপে ধরলো মোহনা ... হঠাৎ কেমন যেন হালকা লাগছে !
ও শূন্যে পা বাড়িয়ে দিলো।
শুধু কয়েকটা মুহূর্ত ... প্রবল বেগে হাওয়ার ঝাপ্টা .... তারপর একটা প্রচন্ড আঘাত ....মাথা দিয়ে বয়ে যাওয়া একটা ঠান্ডা স্রোত ... মৃত্যুর ঠিক আগে মোহনা শুনতে পেলো সেই চেনা গানটা ....
আঁধারময় জীবন / সইবে কি মরণ / মৃত্যু পারে / আছে দাঁড়ায়ে / কেবল দুইটি মন ....
To be continued next week....
"ডু ইট লাভ। আমি তো আছি !"
মেসেজটা পড়ে তাড়াতাড়ি উত্তর দিলো মোহনা।
"শুধু তোমার জন্যই ....xoxo"
একটা পা ছাদের আলসের ওপর তুলেও, কি ভেবে ফিরে এলো ও। একবার রাতের কলকাতার দিকে তাকিয়ে দেখলো .... ৪০ তলার রুফটপ থেকে কি দারুন ... কি শব্দ ব্যবহার করবে ও ? মনোমহিনী লাগে।
হঠাৎ মনটা কেমন যেন খারাপ হয়ে গেলো মোহনার। এই শহর, এই পৃথিবী সব ছেড়ে চলে যাবে ! কিন্তু .... ফোনটার দিকে তাকিয়ে আবার দোটানাতে পরে গেলো মোহনা। ওকে দেওয়া কথাটা তো ফেলা যাবে না।
এতদূর এসে ভীতুর মতো ফিরে যাবে !
না, তা আর হয় না। তবু , দূরে কোনো একটা বাড়ির ছাদে মোবাইল টাওয়রের লাল আলো একটা দপদপ করে জ্বলছে আর নিভছে ...জ্বলছে আর নিভছে ... যেন ওর দৃষ্টি সবসময় মোহনাকে নিরীক্ষণ করছে অন্তহীন আকাশের ওপার থেকে।
আবার নোটিফিকেশন!
"কি হলো ?" সঙ্গে একটা ইমোজি ...স্টিল ওয়েটিং ....না আর দেরি করা যাবে না। যা হবে দেখা যাবে।
ফোনটা শক্ত করে হাতে চেপে ধরলো মোহনা ... হঠাৎ কেমন যেন হালকা লাগছে !
ও শূন্যে পা বাড়িয়ে দিলো।
শুধু কয়েকটা মুহূর্ত ... প্রবল বেগে হাওয়ার ঝাপ্টা .... তারপর একটা প্রচন্ড আঘাত ....মাথা দিয়ে বয়ে যাওয়া একটা ঠান্ডা স্রোত ... মৃত্যুর ঠিক আগে মোহনা শুনতে পেলো সেই চেনা গানটা ....
আঁধারময় জীবন / সইবে কি মরণ / মৃত্যু পারে / আছে দাঁড়ায়ে / কেবল দুইটি মন ....
To be continued next week....
Comments